ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

এবার ওয়ারিকানের শিকার মুশফিকুর রহিম

বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের ব্যাটে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিল টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিকানের ঘূর্ণি এবার ব্যর্থ মুশফিকও। ৭৫তম ওভারের দ্বিতীয় বলে কর্ণওয়ালের হাতে ক্যাচ তুলে দেন টাইগার উইকেটকিপার ব্যাটসম্যান। প্রথম দিনের তৃতীয় সেশনের খেলায় এখন পর্যন্ত ৫ উইকেটের বিনিময়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৯৬ রান।


সাকিব আল হাসান ২৮ রানে অপরাজিত রয়েছেন। লিটন কুমার দাস ১ রানে ক্রিজে অবস্থান করছেন। আউট হওয়ার পূর্বে মুশফিকুর রহিম করেন ৩৮ রান।


ম্যাচের শুরুতে ব্যক্তিগত ৯ রানে কেমার রোচের বলে তামিম ইকবাল সাজঘরে ফিরলেও ক্রিজে শক্ত অবস্থান নিয়েছিলেন দুই টাইগার ব্যাটসম্যান সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত। কিন্তু দারুণ কম্বিনেশনে খেলতে থাকা দুই ব্যাটসম্যানের মধ্যে হঠাৎ ভুল বুঝাবুঝি, রান আউট হয়ে ফেরেন শান্ত।


২৪তম ওভারের প্রথম বলে রানের নেশা মাথায় চাপে সাদমানের। অনেকটা নিজের ইচ্ছাতেই ডাবল নিতে গিয়ে রান আউট করেন শান্তকে। আউট হওয়ার পূর্বে তিন নম্বরে খেলতে আসা ব্যাটসম্যান করেন ২৫ রান। আর অধিনায়ক মুমিনুল হক আউট হয়েছেন ব্যক্তিগত ২৬ রানে। এদিকে টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় অর্ধমত পূর্ণ করেন ওপেনার সাদমান।


উল্লেখ্য, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত ১৬টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৪টিতে ও ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি। দুইটি ম্যাচ ড্র হয়েছে।

ads

Our Facebook Page